উরাঁও (Oraon) আদিবাসী সম্প্রদায়ের গর্বের নাম — রিমনি কুজুর (Rimni Kujur)। মায়ের আশীর্বাদ আর নিজের অক্লান্ত পরিশ্রমের জোরে আজ সে পৌঁছে গেছে এমন এক উচ্চতায়, যা শুধু তার নিজের নয়, পুরো আদিবাসী সমাজের গর্ব।
অসম পুলিশের কমান্ডো বাহিনীতে (Assam Police Commando) যোগ দিয়ে রিমনি পূরণ করেছে তার মায়ের সেই স্বপ্ন, যা একদিন গরিব ঘরের ছোট্ট মেয়েটি চোখে এঁকেছিল — “একদিন আমি ইউনিফর্ম পরব, দেশের জন্য কাজ করব।” 👮♀️🔥
এ পথ সহজ ছিল না। দারিদ্র্য, অভাব, সমাজের নানা বাঁধা — কিছুই তাকে থামাতে পারেনি। দিনরাত অনুশীলন, পড়াশোনা আর একাগ্রতার মধ্য দিয়ে সে নিজেকে তৈরি করেছে এক যোদ্ধা হিসেবে।
আজ যখন সে কমান্ডো পোশাক পরে দাঁড়ায়, তখন শুধু তার মা নয়, গোটা আদিবাসী সমাজ গর্বে বুক ফুলিয়ে ওঠে। এই সাফল্য দেখিয়ে দিল — সুযোগ পেলে আদিবাসী কন্যারাও পারে পাহাড়-পর্বত পেরিয়ে অসম্ভবকে সম্ভব করতে।
রিমনির সাফল্য হাজারো আদিবাসী তরুণীকে শেখাবে — “তুমি যা চাও, তুমি সেটাই হতে পারো, যদি নিজের ওপর বিশ্বাস রাখো।”
রিমনি কুজুর আজ এক প্রতীক — সাহসের, মায়ের আশীর্বাদের, আর আদিবাসী নারীর আত্মসম্মানের। তাকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 💐🙏
✍️ Report by Trend of Santhal
Source: Social Media & Community Highlights | Date: 2025
0 Comments