দীর্ঘ লড়াইয়ের অবসান — জয় হল আদিবাসী কন্যা দিশা মান্ডির
আপনারা হয়তো ভুলেই গিয়েছিলেন তার কথা... পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের আদিবাসী কন্যা দিশা মান্ডি, পিতা দিলীপ মান্ডী, গত ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত করেছিল।
কিন্তু জমিজমার কাগজপত্র না থাকায়, বান্দোয়ান ব্লকের বাবুরা মাসের পর মাস তাকে ঘুরিয়ে মেরেছিল। কেউ শুনছিল না তার আবেদন।
আমি বিষয়টি জানতে পরে ৩০ জুলাই ২০২৫ তারিখে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরি। আপনাদের শেয়ার, কমেন্ট ও সচেতন প্রতিক্রিয়ার ফলে বিষয়টি বান্দোয়ান ব্লক প্রশাসনের নজরে আসে।
- ৭ সেপ্টেম্বর ২০২৪ — অনলাইনে আবেদনের তারিখ।
- ৩০ জুলাই ২০২৫ — বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ও জনসচেতনতা তৈরী।
- ৩১ জুলাই ২০২৫ — দিশা মান্ডিকে ব্লকে ডেকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হয়।
- ১৯ সেপ্টেম্বর ২০২৫ — মহকুমা শাসকের ডিজিটাল স্বাক্ষরসহ কাস্ট সার্টিফিকেট অনুমোদিত হয় এবং অনলাইনে ডাউনলোডের মাধ্যমে দিশা সার্টিফিকেট হাতে পান।
এই সাফল্য শুধুমাত্র দিশার নয় — এটি আমাদের সমাজের সচেতনতার জয়। আপনারা যারা শেয়ার ও কমেন্ট করে প্রশাসনের নজরে এনেছিলেন — আপনারাই শেষমেষ দিশার হাতে কাস্ট সার্টিফিকেট ধরিয়েছেন।
দিশা মান্ডি ও তার পরিবার পক্ষ থেকে, আপনাদের সকলকে জানাই অন্তর্য নমস্কার ও কৃতজ্ঞতা। আগামী দিনে আমাদের সমাজের অন্যান্য দিশারা যখন এমন সমস্যায় পড়বে — আমরা প্রত্যাশা করব যে তারা পাশে পাবেন।

0 Comments