পর্ব - ১ শিলদা পাটাবিন্ধার নামে হিন্দুকরণের চেষ্টা ?
শিলদা পাটাবিন্ধার বাবা ভৈরব কে অনেক সাঁওতালরা ভাবে ভাইরং গুরু। আর সাঁওতাল সংস্কৃতির দাশায় ইতিহাসের পাতায় "বাবা ভৈরব" বা "ভাইরং গুরু" নামে কোন গুরুই ছিলেন না। বরং ভুয়াং গুরু নামে খুব সাহসী,শক্তিশালী, বুদ্ধিমানী একজন দাশাই গুরু ছিলেন। ভুয়াং গুরুই তৈরি করেছিলেন "ভুয়াং বাদ্যযন্ত্র", বাইরের থেকে "ভুয়াং বাদ্যযন্ত্র" হিসেবে দেখা গেলেও তার ভিতরে ছিল যুদ্ধ করার জন্য অস্ত্রর রাখার কক্ষ। আমার মনে হয় যা বর্তমানে শিলদা পাটাবিন্ধার বাবা ভৈরব নামে হিন্দুদের দেব-দেবীদের পূজা করা হচ্ছে অথবা সাঁওতাল সংস্কৃতির দাঁশায় নামে সাঁওতাল সমাজের মধ্যে হিন্দুকরণের ছোঁয়া ঢুকিয়ে দিচ্ছে।
আশ্চর্য করার ঘটনা এটাই শিলদা পাটাবিন্ধার কমিটির সদস্য "সরগ হেমব্রম" বলেন আমরা পূর্বপুরুষ থেকে এই পুজো করে আসছি। আর অন্যদিকে "গোবিন্দ পাহান" বলছেন আমরা পূর্বপুরুষ থেকে পূজা করে আসছি। বর্তমানে "গোবিন্দ পাহান"এর সাথে আর তিনজন মিলে বাবা ভৈরবের পূজা করেন।
কথা হলো এখানেই " বাবা ভৈরব" যদি দাঁশায় গুরু হতেন তাহলে অ-সাঁওতালদের হাতে পূজা দেওয়া হচ্ছে কেন? আর কি করে এত বড় ভুল শিলদা পাটাবিন্ধা কমিটির সদস্যরা ধরতে পারছেন না?
দাশায় গুরুরা সাধারণত বর্তমান "দাশায় গুরুদের" হাতে পূজা নেন,অথবা দাশাই চেলাদের হাতে পূজা নেন। শিলদা পাটাবিন্ধার কমিটির সদস্যরাই দাঁশায় এর ইতিহাসেই বদলে দিচ্ছে। আরে এনারাই বলেন "শিলদা পাটাবিন্ধা" সাঁওতালদের গর্ব।
আমরা সাঁওতালরা "আশ্বিন মাস"কে "দাঁশায় চাঁন্দো" (মাস) আর কার্তিক মাসকে "সহরায় চাঁন্দো" মাস হিসেবে দেখি। অর্থাৎ আশ্বিন মাস "দাঁশায় চাঁন্দো"তে দাঁশায় সাংস্কৃতি পালন করি এবং কার্তিক মাস "সহরায় চাঁন্দো"তে " "সহরায়" সাংস্কৃতি পরব পালন করি। আবার কেউ কেউ "সহরায় পরব"কে পৌষ মাসে "পুষ বঁঙ্গা" পালন করে। কিন্তু আমরা ভারতের সমস্ত সাঁওতালরা "দাঁশায়" সংস্কৃতির পূজোকে "দাঁশায় চাঁন্দো" আশ্বিন মাসে পালন করি।
এবার কথা হলো এখানেই "বাবা ভৈরব বা ভাইরং গুরু" যদি দাঁশায় গুরু হতেন তাহলে শিলদা পাটাবিন্ধার কমিটির সদস্যরা 2023 সালে "বাবা ভৈরব বা ভাইরং গুরুকে" দাঁশায় চাঁন্দোতে পূজা না দিয়ে সহরায় চাঁন্দোতে পূজা দিয়েছেন কি করে ? কারন আমরা আগেই পড়েছি "দাঁশায়" সংস্কৃতি একমাত্র "দাঁশায়" চাঁন্দোতে হয়। পাটাবিন্ধার কমিটির সদস্য "সরগ হেম্ব্রম" এবং বর্তমান "বাবা ভৈরব" স্থানের পূজারি "গোবিন্দ পাহান" বলেন বিজয়া দশমীর পর থেকেই শিলদা পাটাবিন্ধা পরব শুরু হয়।
সেই অনুযায়ী 2023 সালের ক্যালেন্ডারের ভিত্তিতে বিস্তারিত তথ্য দিলাম।⬇️⬇️দূর্গা পূজা শুরু হয়েছে...ইং :- 20th অক্টোবর 2023 Friday / শুক্রবারবাংলা :- কার্তিক ০২, ১৪৩০সাঁওতাল :- সহরায় বঙ্গা ০২, ১৪৩০দূর্গা পূজা শেষ হয়েছে...ইং :- 24th অক্টোবর 2023 Tuesday / মঙ্গল বারবাংলা :- কার্তিক ০৬, ১৪৩০সাঁওতাল :- সহরায় বঙ্গা ০৬, ১৪৩০
অর্থাৎ এখানে সম্পূর্ণ বুঝা গেল ২০২৩ সালের শিলদা পাটাবিন্ধার "বাবা ভৈরব" যে দেবতাকে "দাঁসায় গুরু" নামে প্রচার করা হচ্ছে, সেই ”দাঁসায় গুরু” পূজা কি করে সহরায় চাঁন্দোতে হয়। তাহলে কি এখানে পাটাবিন্ধার কমিটি দাঁসায় গুরু নামে ব্যবসা শুরু করেছে? আমাদের ভাবার দরকার আছে।
এই বিষয় নিয়ে "ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স এর মধ্যে থাকা সমস্ত আদিবাসী সাঁওতাল সংগঠনের লিডার এবং সেঁঙ্গেল অভিযানের মতন সংগঠন, সান্তাড় লাকচার সেমলেৎ এর মতন সংগঠন নিয়ে আপনাদের মধ্যে আলোচনা, এবং জনসাধারণের সামনে এই বিষয়টা তুলে ধরা খুবই প্রয়োজন এবং দরকার। যাতে সাঁওতাল সংস্কৃতির মূল ঐতিহ্য সঠিকভাবে সংরক্ষিত থাকে

0 Comments