বাংলার নিজস্ব বিষের প্রতিষেধক! সাপের ছোবলেই আর মৃত্যু নয়! | Venom Turns Into Life! Bengal to Produce Its Own Anti-Venom Serum!



 
 
 
 
 
  নিজস্ব এভিএস পেতে চলেছে বাংলা | Bengal to Produce Its Own Anti-Venom Serum

 
 

 
 

নিজস্ব এভিএস পেতে চলেছে বাংলা 🧪
Bengal to Produce Its Own Anti-Venom Serum

  
  Snake Venom Research in Bengal

 

রাজ্যের ঐতিহাসিক পদক্ষেপ

 

রাজ্যে এবার শুরু হতে চলেছে এক ঐতিহাসিক উদ্যোগ — পশ্চিমবঙ্গ পেতে চলেছে নিজস্ব Anti-Venom Serum (AVS) তৈরির ক্ষমতা। বহু দশক ধরে এই স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের টেবিলে। অবশেষে সেই দিন এল, যখন রাজ্য সরকার এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১০ নভেম্বর-এর মধ্যেই চুক্তিপত্র সম্পূর্ণ হবে এবং দুই সংস্থা এভিএস উৎপাদনের কাজ শুরু করবে।


 
    বামফ্রন্ট সরকারের সময়েই এই প্রকল্পের নকশা তৈরি হয়েছিল। কিন্তু প্রশাসনিক জটিলতা ও কেন্দ্রীয় অনুমোদনের অভাবে বিষয়টি থমকে ছিল। এখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই পরিকল্পনাটি।
 

 

বিষ সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, যারা সাপের বিষ সংগ্রহ ও সংরক্ষণের প্রাথমিক কাজ করবে। সেই বিষ বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে ঘোড়ার শরীরে প্রবেশ করানো হবে, যাতে ঘোড়ার শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। এরপর সেই রক্ত থেকে বৈজ্ঞানিকভাবে Anti-Venom Serum প্রস্তুত করা হবে।


 
    “প্রান্তিক অঞ্চলে সাপের কামড়ে প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান। বাংলায় এভিএস তৈরি শুরু হলে এই মৃত্যুহার অনেকটাই কমবে।” — স্বাস্থ্য দফতরের এক আধিকারিক
 

 

সবচেয়ে বড় অগ্রগতি হলো — এই এভিএস শুধু লিকুইড ফরম্যাটে নয়, তৈরি হবে পাউডার ফরম্যাটেও। এর ফলে ফ্রিজ ছাড়াও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এই ওষুধ। অর্থাৎ জঙ্গল বা পাহাড়ি অঞ্চলে, যেখানে বিদ্যুৎ বা ফ্রিজের ব্যবস্থা নেই, সেখানেও এখন এই জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য হবে।


 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে তা শুধু জীবন বাঁচাবে না, বরং দেশজ বিজ্ঞান ও গবেষণায় বাংলার অবস্থান আরও শক্তিশালী করবে। রাজ্যের স্বাস্থ্য দফতর এখন চাইছে, আগামী বছরের মধ্যেই প্রথম ব্যাচের এভিএস বাজারে আনতে।


 
    ✍️ প্রতিবেদন: #SomnathMurmu | #TrendOfSanthal
    📍#BengalHealth #AVS #AntiVenomSerum #SnakeBite #WestBengalNews #BreakingNews #MedicalResearch
 

Post a Comment

0 Comments