Fair Use না Piracy? সংসদে কনটেন্ট ক্রিয়েটরদের জীবিকা নিয়ে বড় প্রশ্ন
নয়াদিল্লি থেকে উঠে আসা এই দাবি আজ ভারতের ডিজিটাল দুনিয়ায় এক গভীর আলোড়ন সৃষ্টি করেছে। Digital age-এ content creators-দের সুরক্ষা নিশ্চিত করতে Copyright Act, 1957-এ দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন Aam Aadmi Party-র Rajya Sabha MP Raghav Chadha।
সংসদের শীতকালীন অধিবেশনে তিনি স্পষ্ট বলেন, বর্তমান কপিরাইট আইন internet ও social media-র বাস্তবতার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ। এর ফলে লক্ষ লক্ষ digital content creator-এর জীবিকা আজ অনিশ্চয়তার মুখে।
কিন্তু বিদ্যমান ব্যবস্থায় কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ ব্যবহার করলেই copyright strike পড়ছে। এমনকি education, news analysis, criticism বা satire-এর ক্ষেত্রেও ব্যাখ্যার সুযোগ ছাড়াই video remove বা channel delete করা হচ্ছে।
বর্তমানে ‘Fair Use’-এর কোনও স্পষ্ট সংজ্ঞা না থাকায় platform algorithm-ই শেষ কথা হয়ে উঠেছে। কোনও স্বচ্ছ আইনি প্রক্রিয়া ছাড়াই content takedown হচ্ছে, যা সংবিধানস্বীকৃত Freedom of Speech-এর পরিপন্থী।
✔ Digital Fair Use-এর স্পষ্ট সংজ্ঞা
✔ Proportionality principle
✔ Content removal-এর আগে legal due process
১৯৫৭ সালের কপিরাইট আইন এমন এক সময়ের, যখন internet বা creator economy-র অস্তিত্বই ছিল না। সময়োপযোগী সংশোধন না হলে ভারতের digital economy ও youth creativity ভয়ংকর ক্ষতির মুখে পড়বে।
বহু content creator, journalist ও tech expert এই দাবিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই সংশোধন এলে একদিকে creator-এর অধিকার রক্ষা পাবে, অন্যদিকে free speech ও creativity-ও সুরক্ষিত থাকবে।

0 Comments